Friday, January 31, 2014

Jodu Jatha (যদু জ্যাঠা)



চাকর ব্যাটা যদু জ্যাঠা খাটতো দিবা রাত্র
ক্লান্ততার ছিটে-ফোঁটা নেই তো তবু মাত্র
আমার লাগি রাত্রি জাগি থাকত বসে পাশে
বলত হেসে ভালবেসে পড়তে অবশেষে
স্বপ্নটা তার নেহাত বড় আমাকে ঘিরে
বড় হয়ে হওয়া চাই মস্ত বড় হীরে
পীড়াচয়ে শোকাতর সে নিদ্রা নাই তার চক্ষে
ঝড়-ঝাপটায় আগলে রাখত আদর মাখা বক্ষে
পাঠশালাতে যবে যেতাম থাকত আমার সঙ্গে
পথের কাঁট মতিহারা ক্ষতে যদি অঙ্গে
যদু জ্যাঠা বৃদ্ধ এখন বোঝা যায় তার চুলে
বড় হয়ে মর্মটা তার গেছি সবই ভুলে
চিকিত্সা তার থমকে আছে অর্থখানার জন্য
আছে শয্যাটাকে সঙ্গি করে হয়ে মরণাপন্ন
বড় হয়ে গেছি ভুলে সেই যদু জ্যাঠাকে
যে অগাধ ভালবাসা দিয়ে গেছে আমাকে
এখন দেখি শিক্ষে মোর ঢের আছে বাকি
জগত ভরা শিক্ষা ছাড়া জীবনটা হয় মেকি